
স্টাফ রিপোর্টার।।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে করোনা ভ্যাকসিন ১ম ডোজের টিকা দেয়া হচ্ছে। গতকাল ১৬ জানুয়ারি সকাল ৯ ঘটিকায় দিনাজপুর জেলা পরিষদের উপজেলা ডাকবাংলোর এসি কক্ষে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডঃ ডাঃ সাব্বির হায়দার। এসময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাসরিন জাহান কনক, মেডিকেল অফিসার ডাঃ শিল্টন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ জিয়াউল ইসলাম, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। টিকাদান কালে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়, তালপুকুর উচ্চ বিদ্যালয়, রাজাপুর বুড়িরহাট উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। উল্লেখ্য গত ১২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

আপনার মূল্যবান মতামত দিন: