
বিশেষ প্রতিনিধি।।
অভয়নগরে ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে করোনাক ভাইরাস টিকা প্রদান করা হয়েছে। শিক্ষাকার্যক্রম চালু রাখতে চলতি মাসে ১২ থেকে ১৮ বছর বয়সের ৭৫ লক্ষ’র বেশী শিক্ষার্থীকে করোন ভাইরাসের টিকা প্রদান নিশ্চিত করবে সরকার। এরই ধারা বাহিকতায় ১৫ জানুয়ারী শনিবার সকাল থেকে নওয়াপাড়া সরকারী মহা বিদ্যালল মাঠে দুই হাজার ৩শত ত্রিশ জন ছাত্র/ছাত্রীকে এই টিকা প্রদান করা হয়। টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আলীমুর রাজিব, ছাত্রলীগ নেতা আব্দুলা আল মামুন (আকাশ), মাইনুল রেজা, নোমান সরদার, রিদয় সিকদার, আবির আহম্মেদ, সাকিল মোল্যা, হেলাল হোসেন, টুটুল প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: