
ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা।।
পটিয়া স্বপ্নসিড়ি ফাউন্ডেশনে উদ্যোগে ১৪ জানুয়ারি বিকেলে সংগঠন দ্বিতীয় অধিবেশন এবং সংগঠনের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা
স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন এর আয়োজনে পটিয়া ক্লাব মিলনায়তনে সাধারণ সম্পাদক মোঃ হাসান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব।
উদ্বোধক ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ শাহরিয়ার শাহাজাহান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম চৌধুরী, আলমগীর আলম, জহির তালুক্দার, তৌহিদুল আলম, মোঃ ওসমান,মাহাবুবুর আলম মানিক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক হাসান মানিক, ফারুক আহমেদ,জহিরুল ইসলাম, মিজানুর রহমান,মো ওসমান,মোঃ সিজান,মোঃ হাসান মুন্না, এনামুল হক প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য সরোয়ার কামাল রাজিব বলেন, সমাজকে পরিবর্তন করতে হলে সু-শিক্ষার বিকল্প নেই,যরে পড়া শিক্ষার্থীদের পড়ালেখার মাধ্যমে তৈরী করতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।পরে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি'র বক্তব্যে সরোয়ার সরোয়ার কামাল রাজিব বলেন,মানুষ সৃষ্টির সেরা জীব। সমাজে সেই মানুষেরই একটা অংশ গরীব-দুস্থ। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। গরীব-দুস্থসহ সমাজের আশ্রয়হীন, দুর্বল ও অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করা ইসলামে অন্যতম ইবাদত। অসচ্ছল, বিপদগ্রস্ত এবং অভাবী মানুষের সাহায্যে কেউ এগিয়ে এলে আল্লাহ খুব খুশি হন।
তাই গরীব-অসহায়, দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। ভ্রাতৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হল, একে অপরকে সাহায্য-সহযোগিতা করা এবং বিপদাপদে পাশে দাঁড়ানো। সহায়তা ও সহমর্মিতার হাত প্রসারিত করা। আল্লাহ সবাইকে তাওফিক দান করুন আমিন ।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: