
ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।।
যশোর অভয়নগরের নওয়াপাড়া প্রেসক্লাব ২০২২ নির্বাচনে নিষেধাজ্ঞা ও নোটিশ জারি করেছে আদালত। উক্ত নোটিশে ৭ দিনের মধ্যে বাদী পক্ষের অবিযোগের কারণ দর্শাইতে বলা হয়েছে। উল্লেখ্য নওয়াপাড়া প্রেসক্লাবের প্রকৃত ও ত্যাগী সদস্যদের বাদ দিয়ে ক্লাবের গঠনতন্ত্র লংঘন করে ৬ জানুয়ারী ২০২২ নির্বাচন তফসিল ঘোষণা করলে, গত বছরের ১৫ ডিসেম্বর সাংবাদিক রিপানুর ইসলাম বাদি হয়ে নওয়াপাড়া প্রেসক্লাব ও দু’কর্মকর্তাকে বিবাদী করে বিজ্ঞ অভয়নগর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন, যাহার মামলা নং-৬১৪/২১। গত ৪ জানুয়ারী মামালর শুনানী শেষে বিজ্ঞ আদালত নির্বাচন স্থগিত করেন এবং নোটিশ প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে বাদী পক্ষের অভিযোগের কারন দর্শাইতে আদেশ দেন বিবাদী পক্ষকে। আদালতের রায়ে বলাহয় বাদী পক্ষের আবেদনের শুনানী না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান স্থগিত থাকবে।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: