
ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা।।
পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড হাবিবুর পাড়া টাইগার স্পোটিং ক্লাবের উদ্যোগে জার্সি উম্মোচন করা হয়েছে। (১৩ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় পৌরসদরের একটি রেস্তুরায় এ অনুষ্টানের আয়োজন করেন সংগঠনটি। অনুষ্ঠানে হাবিবুর পাড়া টাইগার স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: বোরহান এর সভাপতিত্বে ও টিম ম্যানেজার মো: ইমরান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিশিষ্ট্য ক্রিড়া সংগঠক আখতারুজ্জমান বাবলু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পটিয়া প্রেসক্লাব যুগ্ন সম্পাদক সেলিম চৌধুরী, দৈনিক চট্টগ্রাম মঞ্চ পটিয়া প্রতিনিধি সাংবাদিক গোলাম কাদের, বিশিষ্ট্য ব্যবসায়ী মো: শিবলু। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সভাপতি মো: বেলাল উদ্দিন, ক্যাপ্টেন মো: রবিন, শফিউল আলম মিন্টু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনের মনোযোগী করতে হাবিবুর পাড়া টাইগার স্পোটিং ক্লাবের মূল উদ্যেশ্য। শিক্ষার্থীরা যদি শিক্ষার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় জড়িত থাকে তা হলে তারা কোনদিন বিপদগামী হবে না। খেলাধুলার মাধ্যমে একটি শিশুর মানসিক বিকাশ ত্বরান্বিত হয়, সামাজিকীকরণ সুসংহত হয়। ব্যক্তিজীবনে খেলাধুলা মানুষকে সৎ, সাহসী, আত্মপ্রত্যয়ী, পরিশ্রমী, অধ্যবসায়ী করে তোলে। আবার জাতীয় জীবনে খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, সংহতি, দেশপ্রেম, জাতীয়তাবোধ প্রবল করে তোলে। তাই খেলাধুলার প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। বিশ্ব ভ্রাতৃত্ববোধ তৈরিতেও খেলাধুলা সহায়ক ভূমিকা রাখে। আন্তঃদেশীয় সুসম্পর্কের সূচনা করে। বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস, সহযোগীতা ও আস্থার সম্পর্ক তৈরিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে অতিথিবৃন্দরা খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: