গাজীপুরের টঙ্গীতে ধূলা বালির রাজ্যে অসহায় মানুষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২২ ১৪:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২২ ১৪:২৭

ছবি সমসাময়িক

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর।।

গাজীপুরের টঙ্গীতে ধূলির রাজ্যে অসহায় মানুষ। ধূলির ধূসরিত শহর টঙ্গী গাজীপুর।ধুলো-বালিতে বাড়ছে অসুখ। কেউ কেউ এই অসহায়ত্বকে ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। কারন এই দুর্ভোগ মনুষ্য সৃষ্ট এতে কোন সন্দেহ নেই। বাংলাদেশের সংবিধানে পরিবেশসম্মত দেশ গড়ার অঙ্গীকার বিদ্যমান। অথচ জনগণের ভাগ্যে দুর্ভোগ যেন নিত্য সাথী। অনিয়ন্ত্রিত গাড়ি, পরিমাণে অতিরিক্ত যানবাহন, কোন নিয়ম ছাড়াই মাটি, বালি, ময়লার গাড়ি ছুটছে দ্রুত গতিতে। বেপরোয়া গাড়ির সঙ্গে উড়ছে বাতাসে ধূলি। নগরবাসীরা সয়ে যাচ্ছেন অনিচ্ছাকৃতভাবে। রাস্তায় চলাচলরত গাড়ির চাপে বালি, ইটের সুরকিসহ নির্মাণ সামগ্রী রাখার কারণে আশপাশের গাছ-পালা, জানালা দিয়ে বসবাসের ঘরে ঢুকে নষ্ট করছে প্রয়োজনীয় ও সখের জিনিসপত্র। ধুলোময় অবস্থা নষ্ট করছে সুস্থ পরিবেশ। সঙ্গে ঘরে বসবাসরত মানুষ শ্বাস-প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ধূলিযুক্ত খোলা খাবার গ্রহণে বাড়ছে সাধারণ বসবাসরত মানুষের অসুস্থতা। বয়স্ক ও শিশু সন্তানদের অবস্থা আরও খারাপ।


আপনার মূল্যবান মতামত দিন: