
মণিরামপুর (যশোর)।।
মণিরামপুরে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাখোলা বাজার এলাকায় অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন এস এম ইয়াকুব আলীর প্রতিনিধি তাজাম্মূল হুসাইন (সাংবাদিক) ও রিপন হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদ মুরাদ, স্থানীয় দুই নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য নরিম মালী, যুবলীগ নেতা নয়ন আচার্য্য, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীম পারভেজ প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: