
মণিরামপুর প্রতিনিধি।।
বুধবার বিকেলে অস্থায়ী কার্যালয়ে অত্রাঞ্চলের পেশাদার ও পরিচিত সাংবাদিকদের উপস্থিতিতে রাজগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ওসমান গণি ( দৈনিক লোক সমাজ) সাধারণ সম্পাদক জি,এম বাবু ( দৈনিক আমাদের সময় ও দৈনিক প্রজন্ম একাত্তর) সহসভাপতি ইকবাল হোসেন ( দৈনিক নওয়াপাড়া) যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ( দৈনিক যশোর) দপ্তর ও প্রচার সম্পাদক রাশেদ আলী ( আশ্রয় প্রতিদিন ও জাগরণী টিভি) কোষাধ্যক্ষ রিজাউল করিম রয়েল( দৈনিক তথ্য) সহ ১৩ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন করে যারা সদস্য হতে চান তাদেরকে প্রেসক্লাব কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। নবগঠিত এই প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এই ক্লাবের পাশে থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন হানুয়ার গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট্য ব্যবসায়ী এস,এম রুহুল আমিন মন্টু।

আপনার মূল্যবান মতামত দিন: