
মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুরে ৩ নং শ্রীকোল ইউনিয়ন ও ৪ নং শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা আজ শ্রীপুর বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভা দুটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের এম.পি, গণমানুষের নেতা আলহাজ্ব সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে ইউনিয়নের নেতাকর্মিদদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং শ্রীপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। শ্রীপুর উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি ও শ্রীপুর সদর ৪ নং ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সী রেজাউল হক, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহামুদুল গণি শাহীন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত,মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ শ্রীপুর উপজেলা আওয়ামীলীগে সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নতুন মেম্বার এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: