
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
গতকাল (সোমবার) রাতে মাগুরার শালিখা উপজেলার সাবলাট বড়পুকুর এলাকায় মাহাবুর সর্দারের বাড়িতে পেট্রোলের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিচালীর গাদা এবং ভাংচুর করা হয়েছে ঘরবাড়ি।
বাড়ির মালিক মাহাবুর সর্দার বোন আরিফা সুলতানা জানান,
প্রায় ১০/১২ বিঘা জমির বিচালী পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা, যদি রাতে ফায়ার সার্ভিসের দল ও পুলিশ না আসতো তাহলে বসতবাড়ি সহ সব শেষ হয়ে যেতো।
তিনি আরো জানান, গতকাল সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে পেট্রোল দিয়ে আলী করিম (৩৪) পিতাঃ চান্দ আলী মোল্যা, ওহাব মোল্যা (৪৫) পিতাঃ ধোলো মোল্যা, জুলফিক্কার (৩২), শিমূল পিতাঃ হাছেন আলী সহ বেশ কয়েক জনের সংঙ্গবদ্ধ দল এই হামলা করে, আমাদের বাড়িতে ও পাশে চাচার বাড়িতে দেশিও অস্ত্রসস্ত্রসহ বাড়ি ভাংচুর ও লুটপাট করে, গত ২৫ ডিসেম্বর স্থানীয় দলাদলিতে শরিফুল হত্যার মামলায় আসামী হওয়ায় আমার ভাই সহ গ্রাম এখন পুরুষ শূণ্য, সেই সুযোগ কাজে লাগিয়ে ওরা আমাদের উপর আবারো হামলাটি করে।
আরিফা আরো বলেন, ২৫ তারিখের হামলার সময় আমি ও আমার মা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হই, গত তিন দিন আগে আমার মাকে নিয়ে বাড়ি ফিরেছি আর এসে গতরাতে এই ঘটনা ঘটলো।
প্রকাশ থেকে যে গত ২৫ ডিসেম্বর সকালে গ্রামের সামাজিক দলাদলিকে কেন্দ্র করে শরিফুল ইসলাম নামে একজন প্রতিপক্ষের হামলায় নিহত হয়, হত্যা মামলার কারণে সাবলাট গ্রাম আজ অবধি পুরুষশূণ্য।
এলাকাবাসি জানান, তারা এই অবস্হার আশু সুস্থ পরিবেশ চান, এবং হামলা মামলা বন্ধের মধ্য দিয়ে গ্রামে স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।

আপনার মূল্যবান মতামত দিন: