সিংড়া ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২ ০৭:৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২ ০৭:৪০

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

রাশেদ রেজা,, বিশেষ প্রতিনিধি।।

মাগুরার শালিখা উপজেলার সিংড়া ক্লাব (রংধনু সাংস্কৃতিক পরিষদ) আয়োজনে গতকাল রাতে বিহারী লাল শিকদার ফাউন্ডেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হলো। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের সহ-সভাপতি শ্রী বিমলেন্দু শিকদার, সন্মানিত অতিথি উপস্হিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শংকর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ক্লাবের সদশ্যবৃন্দ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় শালিখা ব্রাদার্স ইউনিয়ন ৩-১ সেটে আড়পাড়া একতা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া ক্লাবের সভাপতি জনাব উৎপল কুমার বিশ্বাস এবং টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ছিলেন জনাব শেখর সরকার।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: