পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২ ০০:৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২ ০০:৩২

ছবি সমসাময়িক

মোঃ মানছুর রহমান (জাহিদ)।।

খুলনার পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি (সোমবার)সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এবং পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সন্চালোনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট সোহরাব আলী সানা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু । সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরন কুমার সাধু,বিজন বিহারী সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, ইকরামুল হক , বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মূল্যবান মতামত দিন: