উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২ ০০:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২ ০০:২৮

ছবি সমসাময়িক

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।

মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা আজ ১১.০০ ঘটিকায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন কতৃক আইন শৃঙ্খলা কমিটির সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী,গজারিয়া থানা পুলিশ ইনচার্জ রইছ উদ্দিন, ভূমিকর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সৈয়দা ইয়াসমিন সুলতানা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান নেকী (খোকন),মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী,বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধানসহ অন্যান্য অফিসার ও কর্মকর্তাবৃন্দ আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সংবাদকর্মীরা এ সময় গজারিয়া থানার অফিসার ইনচার্জ বলেন নির্বাচন পরবর্তী সহিংসতা যে করবেন তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বক্তারা আরো বলেন নদীতে চাঁদাবাজি বন্ধ করতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন: