যশোরে নতুন সিভিল সার্জনের যোগদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২ ১৮:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২ ১৮:২৬

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

যশোরের নতুন সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস। এর আগে তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। সোমবার সকালে ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত সিভিল সার্জন) সাইনূর সামাদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে জেলা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সভায় যোগদান করেন। পরে তিনি নিজ দপ্তরে কর্মকতা কর্মচারীদের সাথে পরিচিত হন। এসময় কর্মকর্তা কর্র্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সাইনূর সামাদ, জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা আরিফ আহম্মেদ প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: