
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
প্রশাসনের অনুমতি ছাড়াই বার্ষিক মেলার প্রস্তুতি নিয়েছে মাগুরার সদর উপজেলার বাহারবাগ গ্রামের মেলা কমিঠি। বিগত ৩ বছর বিভিন্ন কারণে মেলা না হলেও এবার ক্যাবল নেটওয়ার্ক, মাইকিং,ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মেলার প্রচারনা। যদিও অনুমোদনের জন্য আবেদনপত্র দেওয়া হয়েছে জেলা প্রশাসক বরাবর। পূর্বের মেলাগুলায় জনগণের উপস্হিতি অনুযায়ী ধারনা করা যাই মেলায় প্রায় ১-২ লক্ষ লোকের সমাগম হবে। মেলায় বিভিন্ন পশরা নিয়ে ও দর্শনার্থী হিসেবে জেলার পার্শ্ববর্তী যশোর, নড়াইল, ঝিনাইদহ, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর খুলনা,বৃহত্তর কুষ্টিয়াসহ সমগ্র দেশে উল্লেখযোগ্য উপস্থিত থাকে। কিন্তু এই এলাকার সুশীল সমাজ চিন্তিত চলমান সময়ের করোণার ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে। তারা মনে করেন মেলায় কয়েক লক্ষ লোকের সমাগম হবে। অনেকেই এখানে কয়েকদিন অবস্থান করবে, ফলে এখান থেকেই ছড়িয়ে পড়তে পারে ওমিক্রন। যা হুমকিতে ফেলবে বাহারবাগসহ মাগুরার সকল জনগনকে। এ ব্যাপারে মেলা কমিটির সভাপতি, আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জেলা প্রশাসক বরাবর অনুমোদনের জন্য আবেদন দেয়া হয়েছে আশাকরি অনুমোদন পেয়ে যাব, তবে এ ব্যাপারে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সাথে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে তিনি বলেন, এ রকম কোনো আবেদন পত্র আমার কাছে আসেনি আর এই মুহূর্তে মেলার অনুমোদন দেয়ার প্রশ্নই আসে না। উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ নাসিরুল ইসলাম জানান, মেলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি ছাড়া মেলা করার কোন প্রশ্নই ওঠে না, জনগণের স্বাস্থবিধির কথা আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সুতরং মেলা করা নিয়ে চরম বিপাকে পড়েছে মেলা কমিঠি।

আপনার মূল্যবান মতামত দিন: