দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপিত'র বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২ ১০:৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২ ১০:৩৭

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

কুুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছে একটি কুচক্রমহল। সোশ্যাল মিডিয়া সহ অনলাইন প্রিন্ট মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রচার করে তার মানক্ষুণ্য হচ্ছে বলে দাবী করছেন বুলবুুল আহমেদ টোকেন চৌধুরী। তিনি বলেন দীর্ঘ দিন ধরে দৌলতপুর উপজেলার সাধারণ জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করে আসছে আমাদের চৌধুরী পরিবার। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও আওয়ামীলীগ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করতে আমি ও আমার পরিবার কাজ করে যাচ্ছি । অন্যদিকে মরিয়া হয়ে উঠেছে এক কুচক্র শাত্তান্নেসী মহল, বিএনপি জামাত জাসদ কথিত পীর তাছের ডাকাতের এজেন্ডারা। দৌলতপুরে চৌধুরী পরিবার কে রাজনৈতিক ভাবে হেওপতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার করছে। গত ৭ই জানুয়ারী তে চরদিয়ার দরবার শরীফ এলাকায় মহিলাদের ইভটিজিং করার জের ধরে এলাকাবাসী একত্রিত হয়ে কথিত পীরের দরবারে অগ্নিসংযোগ করেন কিন্তু বিভিন্ন পত্র-পত্রিকাতে এ ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িত করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে যা আধো সত্য নয়।এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। এতে আমি তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। দৌলতপুর আওয়ামী যুবলীগের নেতারা বলেন একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ভিক্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। ব্যবসায়ী ও দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুুল আহমেদ টোকেন চৌধুরী সক্রিয় ভাবে সুনামের সাথে যুুবলীগ কে সুসংঘটিত করে আসছে। কিছু বিএনপি জামাত,জাসদ ও কথিত পীর তাছের ডাকাতের এজেন্ডা কথিপয় লোক টোকেন চৌধুরী ও তার পরিবারের নাম জড়িয়ে পরিকল্পিত উদ্দেশ্যে হাসিল করার জন্য এ অপপ্রচার চালাচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: