
মিঠুন দত্ত।।
যশোরের অভয়নগর উপজেলায়র এস আর শুভরাড়া রানাগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হয়ে বেতন উত্তোলন শিরোনামে গত ৫, ৬ জানুয়ারি বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ষ্টাফ রিপোর্টার রিপন ও দৈনিক কালজয়ী পত্রিকার রিপোর্টার মোহাম্মদ আলীর নামে চাঁদাদাবীর অভিযোগ দেওয়ার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অভয়নগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, একটি দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় যদি সাংবাদিকদের নামে থানায় অভিযোগ হয় সেটা অত্যন্ত দুঃখজনক। শুধু এই ঘটনা নয় দেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এসব কারনে সাংবাদিকদের সংবাদ প্রকাশে আজ অনিহা। এসময় বিষয়টা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহবান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: