
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট অধিদপ্তর অধীনে নির্বাচিত পাটচাষিদের প্রশিক্ষণ কমর্শালা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে রোববার সকালে স্থানীয় এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনি কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের পাট অধিদপ্তর জুনিয়র প্রশিক্ষক সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি অফিসের পাট অধিদপ্তর প্রশিক্ষক মাহাবুল আলম প্রমুখ। এ সময় ১’শ জন চাষিদের প্রশিক্ষণ শেষে ২০ জন পাটচাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: