অসহায় মানুষের আশার আলো এস এম ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২২ ১৪:৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২২ ১৪:৫৯

ছবি সমসাময়িক

মোঃ শাহ্ জালাল।।

প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলমান করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের লাখো মানুষ এখনও কর্মহীন। বিগতদিনের করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ভয়ঙ্কর রূপে আসছে করোনাভাইরাস। এদিকে শীতের মৌসুম আয়-রোজগার না থাকায় বড় কষ্টে কাটছে অসহায় এই মানুষগুলোর জীবন। এমন দুঃসময়ে যশোরের মণিরামপুর উপজেলার অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তার উপহারসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়ে আসছে উপজেলার দান বীর খ্যাত বিশিষ্ট আওয়ামী লীগ নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটি নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। ধারাবাহিক সহযোগিতাতার অংশ হিসেবে আজ মণিরামপুরে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন তিনি। ৮ই জানুয়ারি শনিবার উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর ঈদগাহ মাঠে নিজস্ব অর্থায়নে এস এম ইয়াকুব আলী এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, স্থানীয় ইউপি সদস্য লিটন হোসেন, আওয়ামী লীগ নেতা ইউনুচ হোসেন, ডা. আলাল হোসেন, হাবিবুর রহমান, যুবলীগ নেতা জলিল হোসেন, আলমগীর হোসেন, ইউসুফ আলী প্রমুখ। এসময় এস এম ইয়াকুব আলী বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করছেন। অনেকের থাকার মতো ঘর-বাড়িও নেই। তাদের কথা বিবেচনা করে উপজেলা ব্যাপি সকল অসহায়দের মাঝে কম্বল মাস্ক বিতরণ করছি। পাশাপাশি আমি আমার সাধ্যমত খাদ্য সহয়তা সহ যে কোন সেবামূলক সহযোগিতা করার চেষ্টা করে আসছি আমার নিজের উপজেলা ও উপজেলার বাইরেও অসহায় মানুষের জন্য।


আপনার মূল্যবান মতামত দিন: