
বিশেষ প্রতিনিধি।।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ৬দফা দাবী সফল করার লক্ষে যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে হাটসভা অনুষ্ঠিত হয়েছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য শিবপদ বিশ্বাসের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ডাঃ জগদীশ বিশ্বাস। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালী যুগ্ম আহবায়ক গাজি আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সংগ্রাম কমিটির নেতা অধ্যাপক অনিল বিশ্বাস, কার্তিক বক্শী, হরেকৃষ্ণ সরকার, সাধন বিশ্বাস, ব্রজেন সরকার, শেখ মাসুদ হাসান প্রমুখ। বক্তারা প্রস্তাবিত প্রায় ৪৫ কোটি টাকার ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ অবিবেচনাপ্রসূত সেচ প্রকল্প বাতিল, ক্রাস প্রোগ্রামে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়া টিআরএম চালু; ভবদহ স্লুইস গেটের ভাটিতে পাইলট চ্যানেল করার জন্য অবিলম্বে ৫-৬ টি স্কেভেটর চালু এবং ২১,৯ ও ৮ ভেন্টের গেটসমূহ উঠানামার ব্যবস্থা ; জনপদের ফসল, বাড়িঘরসহ অন্যান্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ , কৃষি ঋণ মওকুফ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত, আমডাঙ্গা খাল সংস্কার কাজে প্রি-ওয়ার্ক ও পোস্ট ওয়ার্ক জনসমক্ষে টাঙ্গানো ও কাজের স্বচ্ছতা নিরূপণে আন্দোলনকারী সংগঠন ও জনপ্রতিনিধিদের নিয়ে তদারকি কমিটি গঠন, সরকারকে মিথ্যা তথ্য প্রদান, নদী হত্যা, জনপদের অবর্ণর্নীয় দুঃখ-দুর্দশা, ফসল, বসতবাড়ি ও যানমালের ক্ষয়ক্ষতির সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-সহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ-সহ ৬ দফা দাবিতে আগামী ৯ জানুয়ারি থেকে যশোর ডিসি অফিসের সামনে লাগাতর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

আপনার মূল্যবান মতামত দিন: