পটিয়ায় পাঁচশতাধিক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২ ১৫:৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২ ১৫:৩২

ছবি সমসাময়িক

সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা।।

প্রকোপ শীতের মধ্যে যদি কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পায় তাঁর জন্য আল্লাহর কাছে জবাবদীহিতা করতে হবে সমাজের ধনী এবং বিত্তবানদের কে। সমাজের যারা বিত্তবান আছেন সবার উচিত গরীব দুঃখি, সুবিধা বঞিতদের পাশে এসে দাঁড়ানো। মানুষ হিসেবে সবাই সমান অধিকার পাবে। চেয়ারে বসে ক্ষমতার দাপট না দেখিয়ে, দেশের টাকা বিদেশে পাঁচার না করে আতœমানবতার সেবায় দলীয় নেতাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর সোনার বাংলায় দূর্নীতিবাজ, দেশদ্রোহীদের টাই নাই বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বদি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পটিয়া শাহ আমিরুজ্জমান কিন্টারগার্টেন ও মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ৫ শতাধিক ছাত্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন প্রফেসর আব্দুল আলিম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চেয়ারম্যান, হুমায়ুন কবির রাশেদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, খায়ের আহমদ, আলি আকবর ছিদ্দিকি, ইউনুছ মিয়া, মো: ইসমাইল, নুরুল ইসলাম, জসিম উদ্দিন, সাহাবুউদ্দিন, উপজেলা মৎস্যজীবীলীগ আহবায়ক সাইফুল ইসলাম, শাহাজাহান চৌধুরী, সাইফুল ইসলাম, রিটন বড়ুয়া, আমান উল্লাাহ আমেরী, তৌহিদুল আলম জুয়েল,আজিজুল হক মানিক, উজ্জ্বল ঘোঘ, শুক্কর, সোহেল, সাইফ, সাইফুল ইসলাম জুয়েল, সাজ্জাদ হোসাইন প্রমূখ। প্রথম ধাপে শাহ আমিরুজ্জামান এতিমখানা ৮০, শাহাচান্দ আউলিয়া এতিমখানা ৪০, আকবর শাহ এতিমখানা ৭০, ফইল্যাতলী ৩০, মা ফাতেমা এতিমখানা ৩০,সাতগাউসিয়া এতিমখানা ৭০, শাহ ফকির উদ্দীন এতিমখানা ২০, আল্লাই ওখাড়া এতিমখানা ৪৫, আমির বারবার বশরিয়া এতিমখানা ২০, ইমাম হোসেন এতিম খানা ৩০, মির্জা আলী শাহ এতিমখানা ৩০ সহ ৫শতাধিক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: