অভয়নগরে প্রতিবন্ধীর বাড়ি থেকে অস্ত্র গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২ ১৬:৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২ ১৬:৩৭

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী গ্রাম থেকে একটি বিদেশী শটগান ও গুলি উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। বুধবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলার রানাগাতী গ্রামের কুদ্দুস ভূঁইয়ার প্রতিবন্ধী ছেলে রবিউল ইসলামের বাড়ির মুরগীর ঘর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসি জানায়, বুধবার বিকালে উপজেলার রানাগাতী গ্রামের প্রতিবন্ধী রবিউল ইসলাম তার মুরগীর ঘরের মধ্যে অস্ত্র দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী শটগান, ম্যাগজিন-সহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। অভয়নগর থানা পুলিশের উপ পরিদর্শক মাসুদ রানা বলেন, রানাগাতী গ্রামের রবিউলের বাড়ির মুরগীর ঘর থেকে ১টি শটগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কেউ উক্তস্থানে অস্ত্র গুলি রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: