মাগুরায় প্রেমিক প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২ ১৫:৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২ ১৫:৫৫

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় সদর উপজেলায় প্রেমিকের আত্নহত্যার খবর শুনে আত্নহত্যা করেছে নিহতের প্রেমিকা। মাগুরা শহরের পৌর এলাকার বরুনাতৈল গ্রামের সুমন মোল্যা (১৯) নামে এক যুবক গতকাল মঙ্গলবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এ ঘটনা শুনার পর আজ সকাল ১০ টায় পার্শবর্তী বারাশিয়া গ্রামের প্রেমিকা এ্যানি খাতুনও (১৬) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। প্রেমিক সুমন মাগুরা পৌর এলাকার বরুনাতৈল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সুমন মাগুরা সরকারি কারিগরী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। এদিকে প্রেমিকা এ্যানি খাতুন পার্শবর্তী বারাশিয়া গ্রামের হিরোক মিয়ার মেয়ে। এ্যানি মাগুরার দুধমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্থানীয় প্রতিবেশীরা জানান, নিহত সুমন কে মঙ্গলবার সকাল থেকে কিছুটা বিষন্ন দেখা যাচ্ছিল, সন্ধায় সে তার শয়ন কক্ষের দরজা বন্ধকরে দীর্ঘক্ষন অবস্থান করায় তার মায়ের সন্দেহ হলে আনুমানিক ৭.৩০মিনিটের সময় সুমন কে ডাকতে যায় তার মা। এ সময় নিহত সুমনের মা ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে সুমন কে ঘরের ভেতর আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে সুমনের গলয় রশি দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা। এ আত্নহত্যার ঘটনায় সুমনের নিকট বন্ধু ও প্রতিবেশীরা ধারনা করেন পার্শবর্তী বারাশিয়া গ্রামের তরুনী এ্যানি সাথে প্রেমজ বিষয়ে কয়দিন যাবৎ সুমনের মনমালিন্য চলছিলো। এরই জের ধরে মঙ্গলবার সন্ধায় সুমন গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। আজ বুধবার সকালে প্রেমিক সুমনের আত্নহত্যার খবর শুনে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটায় প্রেমিকা এ্যানি খাতুন। এ্যানির প্রতিবেশীরা জাননা,সকালে এ্যানি ঘরে গিয়ে দীর্ঘক্ষণ দরজা বন্ধ করে থাকায় তার মা তাকে ডাকা ডাকির পর কোন সাড়া না পেলে দরজা ভেঙ্গে তাকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করে। আজ সকাল ১১ টায় নিহতের নামাজে জানাজা শেষে বরুনাতৈল কবর স্থনে তাকে দাফন করা হয়। এ আত্নহত্যার ঘটনায় প্রতিবেশী, বন্ধু্ ,স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মূল্যবান মতামত দিন: