
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি!
৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১’ উপলক্ষে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। আজ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল (জান্নাহ) বিকেলে শ্রীপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার সুকদেব রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উলেখ্য, এবারের মেলায় উপজেলার ৫ টি কলেজ ও ১৩ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত উপকরণ প্রদর্শন করাবে।

আপনার মূল্যবান মতামত দিন: