
বিশেষ প্রতিনিধি।।
যশোর অভয়নগরের এস আর বাশুয়াড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা নিয়োমিত স্কুল না করেই মাসিক বেতন উত্তলন করে আসছেন এমন তথ্যের ভিত্তিতে আভিযোগের সত্যতা অনুসন্ধানে গত ৫ জানুয়ারী বুধবার বেলা ১২টায় বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায় নাই। তিনি কোথায় আছেন জানতে চাইলে সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম জানান, তিনি স্কুলের কাজে যশোর শিক্ষা বোর্ড গিয়েছেন। স্যার প্রতি দিন যশোর থেকে আসেন এবং নিয়োমিত স্কুল করেন। এসময় পাশে থাকা শিক্ষকদের হাজিরা খাতায় প্রধান শিক্ষককের স্বাক্ষরের স্থলে ২ জানুয়ারী থেকে ৫ জানুয়ারী পর্যন্ত কোন স্বাক্ষর পাওয়া যায়নি। নিয়োম অনুজায়ী কোন শিক্ষক স্কুলের কাজে বাহিরে গেলে তাহার মুভমেন্ট রেজিস্টার মেন্টেন করতে হয়। এসময় তা দেখতে চাইলে সহকারী প্রধান শিক্ষক মো.রেজাউল করিম ও অফিস সহকারী সৈয়দ মোত্তজা আলী তা দেখাতে পারে নাই। প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি যশোর শিক্ষা বোর্ডে স্কুলের কাজে আছেন বলে জানান, অপর দুইদিন কাজের চাপে স্বাক্ষর করতে খেয়াল ছিলনা বলেও জানান তিনি। গত ৪ জানুয়ারী কোথায় ছিলেন এমন প্রশ্নের উত্তরের তিনি বলেন, আমি স্কুলের কাজে খুলনার ডিডি অফিসে ছিলাম। এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে, তিনি ঘটনা অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

আপনার মূল্যবান মতামত দিন: