
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।।
গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলা জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিয়ে ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক দিদারুল আলম। এ নির্বাচনে বিপুল ভোট পেয়েছেন দিদারুল আলম। নির্বাচনে পরাজিত হয়েও জঙ্গলখাইন ইউপি ১নং ওয়ার্ড মল্ল পাড়ায় মরহুম সৈয়দ নুর এর কন্যা অভাব অনটনের মধ্যে ছিল। যার ফলে তার লেখা পড়া বন্ধ হওয়ার উপক্রম। বিষয়টি পরাজিত চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম অবহিত হলে তিনি ৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মরহুম সৈয়দ নুর বাড়িতে গিয়ে এক বছরের শিক্ষা সামগ্রী তুলে দেন মরহুম সৈয়দ নুর এর কন্যার হাতে। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া- কর্ণফুলী মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সমন্বয়কারী জাফরুল ইসলাম, পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কৃষি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ বাবলু, মোঃ জাকির প্রমুখ। এসময় দিদারুল আলম বলেন, আমি বড় লোক না হলেও আমার মনটা বড়, আমার সাধ্যমত চেষ্টা করছি মানুষের পাশে দাড়াতে। পৃথিবীতে আল্লাহ যতদিন বাছিয়ে রাখবেন মানুষের কল্যাণে কাজ করে যাব।

আপনার মূল্যবান মতামত দিন: