মাগুরায় জাসদ ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২২ ১৪:১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২২ ১৪:১৪

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় জাসদ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য ও অন্যায়ের বাঁধ ভেঙে দাও, জাতীয় পূনর্জাগরণ ঘটাও - এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো দলটি। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার মাগুরা শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং র‌্যালি শহরে বের করে জাসদ ছাত্রলীগ মাগুরা শাখা। বেলা ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন। মাগুরা জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, শালিখা উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিঠুন অধিকারি, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলামিন হোসেনসহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠির দেশ বিরোধী চক্রান্ত রুখতে জাসদের পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মূল্যবান মতামত দিন: