
মোঃ ওয়াজেদ আলী কুয়াদা যশোর প্রতিনিধি।।
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড কামাল পুর গ্রামের কৃষক হানিফের জমির শিমগাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে তার ফসলের জমির শিমগাছ কেটে দিয়েছে ভুক্তভোগী জমির মালিক হানিফ জানান। জানাযায়, যশোরে রামনগর ইউনিয়ন সতীঘাটা কামাল পুর কৃষক হানিফ প্রায় ৫ বছর ধরে তার জমির চার সাইডে ছিমগাছের বীজ রোপণ করে আসছ, ঠিক শীতের মৌসুমে ছিম গাছে ফুল আসলে ঠিক সেই সময় তার ছিমছাম গুলো কেটে দেয়। তিনি দীর্ঘ ৪ বছর ধরে তার কৃষির জমিতে ছিমের বীজ রোপণ করে ও সে সময় গাছে ফুল আসলেই কে বা কারা ছিমগাছ কেটে দিচ্ছে। এই বিষয় তিনি এলাকার জনগণের কাছে বিচার চাইলে তারা বলেন, আমরা ঘটনার বিষয় শুনেছি খুব দুঃখ জনক বিষয় যারা ক্ষেতে ফসল কেটে দিয়েছে তারা সমাজের ভাল মানুষ হতে পারে না। এদের কঠিন বিচার হওয়া উচিত। কিন্তু কৃষক হানিফ বলেন, কোথাও বলে আমি দূর্বৃত্তদের হাত থেকে আমার ক্ষেতে ফসল কেটে ফেলার থেকে রক্ষা করতে পারছি না। আমি দূর্বৃত্তদের হাত থেকে আমার জমির রক্ষা করতে চায়। প্রতি বছর আমার ছিমছাম গুলো কেটে ফেলে দিচ্ছে ঘটনার বিষয় আমি সঠিক বিচার পাওয়া লক্ষে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান।

আপনার মূল্যবান মতামত দিন: