
ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল থেকে বছরের শেষ দিন গাঁজার গাছ সহ দুজনকে আটক করাছে মাগুরা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলাল মোল্যা (৪২) পিতা-মৃত খোরশেদ মোল্যা ও মোঃমোতালেব মোল্যা (৩২) পিতা -মো:মোসলেম মোল্যা উভায়ের সাং- নাকোল থানা শ্রীপুর জেলা মাগুরা গ্রেফতার করা হয়। মাগুরা ডিবি পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যাম জানকে পারে, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও হয়েছে।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: