গজারিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচনী ক্যাম্প অগ্নিসংযোগ ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১ ১৭:৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১ ১৭:৫১

ছবি সমসাময়িক

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো: মুক্তার হোসেন নির্বাচনী ক্যাম্প অগ্নিসংযোগ আসবাবপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা জানা যায় ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভিটিকান্দি গ্রামের অস্থায়ী নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প আনুমানিক গভীর রাত দুইটার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পোস্টার ব্যানার ও আসবাবপত্র ভাঙচুর করে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী মো: মুক্তার হোসেন, বলেন আমার নির্বাচনী ক্যাম্প দায়িত্বে যারা রয়েছে তারা আমাকে ফোনে জানায় তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে এসে দেখে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন কে গজারিয়া উপজেলা রিটার্নিং অফিসার জানাই আমি এর বিচার চাই। গজারিয়া থানার ইন্সপেক্টর অপারেশন এসআই মুক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান এ ব্যাপারে গজারিয়া থানার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মূল্যবান মতামত দিন: