
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের চিরিরবন্দররে ট্রাক্টরের চাঁকায় পিষ্ট হয়ে ওই ট্রাক্টরেরই হেলপার রিয়াদ আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের তুলশীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ আহমেদ (১৭) উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলশীপুর এলাকার রাজু আহমেদ এর ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও ইটভাটায় মাটি পরিবহনের কাজ করে ট্রাক্টরগুলো। দিনের পর দিন ওই ট্রাক্টরেরই হেলপার হিসেবে কাজ করছেন রিয়াদ আহমেদ। ইট ভাঁটার জন্য মাটি সংগ্রহ করে নিয়ে যাওয়ার সময় হেলপার রিয়াদ নামবে এমন উদ্দেশ্য নিয়ে গাড়ির গতি কিছুটা কমিয়েছিলেন ড্রাইভার। এরপরই নামার জন্য লাফ দেয় হেলপার এবং সময়মতো সরতে না পারায় পিছনের চাঁকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সেই হেলপার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন।

আপনার মূল্যবান মতামত দিন: