
কে,এম আলী।।
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ঘুনির রাস্তা এলাকার নর্থ-সাউথ স্পিনিং মিলস’এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০,৩০ টার দিকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। ধারনা করা হচ্ছে কারখানা বিল্ডিংয়ের মাঝামাঝি ফিনিশিং বিভাগের সিমপ্লেক্স থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের বক্তব্যমতে রিং সেকশনের অটোকোন মেশিনের সিলিং এর উপর বহুদিন ধরে জমে থাকা তুলার কণায় বৈদ্যুতিক ক্যাবল থেকে শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের শুরুতেই শ্রমিক-কর্মকর্তারা নিরাপদে আশ্রয় নেন। তার এক ঘন্টা পর সকাল ১১,৩০ টার সময় যশোর ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উল্লেখ্য চলতি বছরের ১১এপ্রিল করোনাকালে সকাল সাড়ে ১০টায় এই কারখানায় আগুন নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।

আপনার মূল্যবান মতামত দিন: