
মাগুরা প্রতিনিধি।।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের উদ্যোগে মাগুরা ও শ্রীপুরেঅসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মাগুরা ও শ্রীপুরের বিভিন্ন স্থানে এক হাজার কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের সহকারী পরিচালক তাসলিমা খাতুন, শিকদার কামাল হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু আনছার নাজাত আশা, বিশিষ্ট সমাজসেবক শিকদার কামাল হোসেন, ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মুন্সি জামিরুল ইসলাম প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: