কবিতার নাম- অভিমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১ ০৯:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১ ০৯:২৯

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

অভিমান মোঃ শাহ্ জালাল।।

জানি না তোমার না কি আমার ভুলটা ছিল বেশি ? যতোটা না ভুল ছিলো তার চেয়ে অনেক বেশি করেছো দোষী। প্রেমে মান অভিমানের যখন এলো পালা, তখন বংশ পরিচয় ও পরিবারের দোহাই দিয়ে খুবই সহজে তুমি পরে নিয়েছো অন্যের মালা। এমন আজব প্রেমের কষ্টের কাহিনী শুনেছি বহু, কিন্তু জীবনের আসবে কখনো ভাবিনি আমি। আজ আর অভিমান করবো না করবো না কোন অভিযোগ। শুধু বলবো ভালো থেকো নতুন জীবনে, ভালো রেখো নতুন অতিথি কে! শুধু এইটুকু মনে রেখো সব সম্পর্কে অভিমান আসে, হয় ভুল বোঝাবুঝি তবুও ভালোবাসতে হয় এর নাম ভালোবাসা বাসি।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: