[gallery ids="1151,1152,1153,1154,1155,1156"]
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                    
                                
                                    
                                    
                            দৈনিক সমসাময়িক ডেস্ক।। ৩ বছরে পা দিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তরুণ চিকিৎসক ডা. মেহেদী হাসান ও যশোর সদর হাসপাতালে ডা. ফাহমিদা লিমা দম্পতির একমাত্র পুত্র সন্তান আদিয়ান মাহির ফাইহান। ছেলের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজ পারিবারিক অ্যালবামে নানান মুহূর্তের ছবি পোস্ট করেছেন ডা. মেহেদী হাসান। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ডা. মেহেদী হাসান ফেসবুকে লিখেছেন, আজ ছিলো আমার ছেলের তৃতীয় জন্মদিন। কর্ম ও গুণে তুমি বাবার থেকে আরও অনেক বড়ো হও,আমিন। এবং সকলের কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: