ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে মনিরামপুরে মানববন্ধন

মণিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪ ২০:১৬

মণিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪ ২০:১৬

ফাইল ফটো।

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপে হামলার প্রতিবাদে বুধকবার বিকেলে যশোরের মনিরামপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মনিরামপুর প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের পাশে সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদেও সভাপতিত্বে ও সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমান,অধ্যাপক আব্বাস উদ্দীন,আব্দুল মতিন, ফারুক আলম,প্রভাষক সঞ্জয় দে, ইউনুস আলী,রিপন হোসেন সাজু,জয়নুল আবেদীন,ডাঃ সফিদুর রহমান কালের কন্ঠের প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার প্রমূখ।
সমাবেশে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপের আওতাভুক্ত কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরসহ প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী হামলা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণির দুষ্কৃতকারী এ ধরনের ঘটনা ঘটিয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: