মনিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মনিরামপুর প্রতিনিধি। | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ১৯:৫১

মনিরামপুর প্রতিনিধি।
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ১৯:৫১

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ।

মনিরামপুর(যশোর)॥ বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে রোববার যশোরের মনিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।

উপজেলা শিক্ষক উদযাপন কমিটির আয়োজনে একাডেমিক সুপার বাইজার মাসুদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যেল মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মুত্তালিব আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাকসুদুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আফরোজা মাহমুদ, সহকারি অধ্যাপক মহিবুল্লাহ মনু, প্রধান শিক্ষক তছির উদ্দিন, মোমিনুর রহমান, বিপ্লব কুমার দে প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন




আপনার মূল্যবান মতামত দিন: