
মণিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দু'জন। রোববার (৬ জুলাই) দুপুরে আনুমানিক দুইটার সময় রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুর সরকারি ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালের দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪৫) ও গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার আব্দুল্লাহ পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া (২৭)।
আহতরা হলেন- মণিরামপুরের গোপালপুর গ্রামের মো. শোয়েব আক্তার (৩০) ও জালঝাড়া গ্রামের ইব্রাহিম গাজী (৩০)।
সরেজমিনে ঘটনাস্থল থেকে জানা যায়, দুপুরে মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মণিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু'জন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে ও আহতদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক আব্দুল গনিকে (৩৫) আটক করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: