
রাশেদ রেজা বিশেষ প্রতিনিধি।। মাগুরার শালিখা উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান সীমাখালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত দুই-দিনব্যাপী শিশু বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিমাখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে উক্ত শিশুবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাগুরা।
সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাগুরা।
উল্লেখ্য গতকাল ৪ ই ফেব্রুয়ারী দিনব্যাপী শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
ভিন্ন ধর্মী এই আয়োজনকে সাধুবাদ জানান পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকগণও এই অনুষ্ঠানকে শিশুর মেধা বিকাশের উন্নতিতে সহায়ক হবে বলে মন্তব্য করেন সকলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

আপনার মূল্যবান মতামত দিন: