মনিরামপুরে সাংবাদিকদের সাথে এনসিপির প্রার্থীর মত বিনিময়

মনিরামপুর প্রতিনিধি। | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৩

মনিরামপুর প্রতিনিধি।
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৩

ছবি-দৈনিক সমসাময়িক নিউজ।

মনিরামপুর (যশোর)প্রতিনিধি।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫(মনিরামপুর) আসনে এনসিপি(জাতীয় নাগরিত কমিটি)র সম্ভাব্য প্রার্থী হিসেবে জুলাইযোদ্ধা আহাদ হোসাইন মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মত বিনিময়সভায় এনসিপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জুলাইযোদ্ধা আহাদ হোসাইন বলেন, ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন-সংগ্রামে স্বৈরাচার সরকারের বিদায় হলেও এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এখনও সমাজে বৈষম্য বিদ্যমান রয়েছে। তিনি বলেন আগামি নির্বাচনে জয়ি হলে সাধারন জনগনকে সাথে নিয়ে সন্ত্রাস নৈরাজ্য অনিয়ম চাঁদাবাজ দূর্নীতিবাজদের প্রতিহত করে সমাজ থেকে বৈষম্য দুর করে কাঙ্খিত সার্বিক উন্নয়ন করে মনিরামপুরকে শান্তির এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামানা করেন।

মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রামের সাহেব আলীর ছেলে জুলাই যোদ্ধা আহাদ হোসাইন গত ১৯ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় বাংলামটর রূপায়ন টাওয়ার থেকে মনোনয়ন সংগ্রহ করেন।তিনি যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজ হতে মাস্টার্স পাশ করে ঢাকার একটি কোচিং সেন্টারে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট মালিবাগ এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন। এ সময় সম্মুখভাগে পুলিশের অতর্কিত বন্দুক হামলায় তিনি বাম চোখে গুলিবিদ্ধ হন। এ পর্যন্ত ৫ দফা অস্ত্রোপচার হয়েছে তার চোখে। এখনও তিনি বাম চেখে গুলির ছাররা বহন করছেন। মত বিনিময় সভায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি ইলিয়াস হোসেন, জিএম ফারুক আলম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, সিনিয়র সাংবাদিক সহকারি অধ্যাপক আব্বাস উদ্দিন, সহকারি অধ্যাপক বোরহার উদ্দিন জাকির, এমএ মতিন, সহকারি অধ্যাপক হোসাইন নজরুল হক, আসাদুজ্জামান রয়েল, সহকারি অধ্যাপক বাবুল আকতারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।




আপনার মূল্যবান মতামত দিন: