চিরিরবন্দরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৬:১৫

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৬:১৫

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় উপজেলা দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নুর এ আলম সিদ্দীকী নয়ন, সদস্য নুরে আলম সরকার দুলু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সহকারি অধ্যাপক মোঃ মেছবাহুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: