মণিরামপুরে কেন্দ্রীয় নেতা অমিতের ত্রানসামগ্রি বিতরণ

দৈনিক সমসাময়িক ডেস্ক।। | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪ ২০:০০

দৈনিক সমসাময়িক ডেস্ক।।
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪ ২০:০০

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ

মোঃ শাহ্ জালাল।। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার যশোরের মণিরামপুর উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। অনিন্দ্য ইসলাম অমিত প্রথমে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে উপজেলার চিনাটোলা বাজারের সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের গাজীর মোড়ে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মোহাম্মদ মুছা, একে শরফুদ্দৌলা ছোটলু, মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, চিনাটোলা বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি স্বপন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক দিলিপ কুমার কুন্ডু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

 




আপনার মূল্যবান মতামত দিন: