ঢাকুরিয়া কলেজে ১০৮টি গাছের চারা রোপণ করলেন প্রভাষক রমজান আলী

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭

ছবি - দৈনিক সমসাময়িক নিউজ।

মনিরামপুর(যশোর) প্রতিনিধি।। যশোরের মণিরামপুরের ঢাকুরিয়া কলেজের সৌন্দর্য বাড়াতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রমজান আলী নিজের উদ্যোগে ১০৮টি গাছের চারা রোপণ করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ফল, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির এসব গাছ কলেজ ক্যাম্পাসে রোপণ করা হয়। এতে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা অংশ নেন।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এবং ২০০২ সালে অনুমোদনপ্রাপ্ত ঢাকুরিয়া কলেজে এর আগে বড় পরিসরে গাছ লাগানোর উদ্যোগ দেখা যায়নি। সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে গাছ লাগানোর সঙ্গে যুক্ত আছেন প্রভাষক রমজান আলী।

গাছ লাগানোর বিষয়ে তিনি বলেন,
“পরিবেশ রক্ষা ও কলেজের সৌন্দর্য বৃদ্ধির দায়িত্ববোধ থেকেই নিজের অর্থায়নে গাছ লাগিয়েছি। একটি গাছ মানে একটি প্রাণ।”

ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু বলেন,“প্রভাষক রমজান আলীর এই উদ্যোগ কলেজের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।”




আপনার মূল্যবান মতামত দিন: