মনিরামপুর প্রতিনিধি।। যশোর জেলার মনিরামপুরে উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নেংগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজ এ বছর এইচএসসি পরীক্ষায় তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছেন। মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।
উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই মানবিক শাখার শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটির কলেজ শাখায় আটজন শিক্ষক আছেন। তাঁরা সবাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিয়োগকৃত।
এ বিষয়ে প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন বলেন, ‘২০১৫ সালে আমাদের কলেজ শাখা চালু হয়। এরপর এনটিআরসিএর মাধ্যমে আমরা ৮ জন শিক্ষক পেয়েছি। প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি থাকলেও কলেজ শাখা এখনো এমপিওভুক্ত হয়নি। আমাদের কলেজ শাখায় শিক্ষকেরা বেতন না পাওয়ায় কেউ প্রতিষ্ঠানে আসেন না। জীবিকার তাগিদে তাঁরা অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন।‘এবার যে তিনজন পরীক্ষা দিয়েছে তাদের একজন গেল বছর অকৃতকার্য হয়েছিল। বাকি দুজন নিয়মিত শিক্ষার্থী। কিন্তু শিক্ষার্থীরা কেউ কখনো ক্লাসে আসেনি। শুধু ফি জমা দিয়ে তারা চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছে।’ এবং এ বছর আমাদের কোন শিক্ষার্থী ভর্তি হয়নি ফলে আপাতত আমাদের এইচএসসি শিক্ষার্থীদের পাঠদান সহ সকল কার্যক্রম বন্ধ আছে।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি নিশাত তামান্নাকে ফোন করলে তিনি ব্যাস্ত আছেন বলে ফোন কেটেদেন।
আপনার মূল্যবান মতামত দিন: