যশোর সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১২ জুলাই ২০২৪ ১৬:১৭

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪ ১৬:১৭

ফাইল ফটো

যশোর প্রতিনিধি।। যশোর সিভিল সার্জন কার্যালয় নিয়োগের লিখিত পরীক্ষা সাতদিন পিছিয়েছে। আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই শুক্রবার উক্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর সিভিল সার্জন অফিস ও তার নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ১১-২০ তম গ্রেডে (৩য় ও ৪র্থ শ্রেণি) জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ১৯ জুলাই এর পরিবর্তে আগামী ২৬ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। ৯টি পদে পরীক্ষায় অংশ নেবেন ৩৫ হাজার চারশ’ ৪১ জন চাকরি প্রত্যাশী।




আপনার মূল্যবান মতামত দিন: