মোঃ শাহ্ জালাল।। ছন্মবেশে যশোরের নবাগত পুলিশ সুপার মান্যবর মো: মাসুদ আলম তাঁর প্রথম কর্ম দিবসে যশোর পুলিশ বিভাগের বিভিন্ন শাখার সার্বিক অবস্থা খোঁজখবর নিতে গিয়ে যশোরবাসীকে হতবাক করে দিয়ে চমক সৃষ্টি করেছেন। পাশাপাশি তিনি পুলিশ বিভাগের হালচিত্র বাস্তবে দেখে বিষ্মিত হয়েছেন!
তিনি সকাল বেলায় উঠে নিজে সাইকেল চালিয়ে জেলা প্রশাসকের বাংলোয় যান, সেখানে কর্মরত গার্ড পুলিশ তাঁকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন ডিসি সাহেবের সঙ্গে দেখা করবেন, কিন্তু গার্ড তাঁকে ডিসি সাহেবের পারমিশন ছাড়া ঢুকতে দেননি।
পরে তিনি সেখান থেকে চলে আসেন ট্রাফিক অফিসে। সেখানে তিনি কাউকে না পেয়ে চলে যান সরাসরি চাঁচড়া পুলিশ ফাঁড়িতে, তিনি পুলিশ ফাঁড়ির গেট দীর্ঘক্ষন ঝাকাঝাকি করার পরেও কেউ খুলতে আসেননি, এক কথায় কোন সিকিউরিটি গার্ড সেখানে ছিলেন না। 
এরপর তিনি চলে আসেন কোতয়ালি মডেল থানায় এসে ডিউটি অফিস রুমে ঢুকে বলেন ভাই আমার একটা মোবাইল হারিয়ে গেছে। আমি একটা জিডি করতে চাই। কিন্তু ডিউটি অফিসারের পক্ষ থেকে তাঁকে ওই সকালে জিডি হবে না বলে সাব জানিয়ে দেয়া হয়। এক পর্যায়ে ওই ডিউটি অফিসার একজনকে দেখিয়ে দেন জিডি করতে হলে ৫০০ টাকা লাগবে। তখন তিনি বলেন, আমার কাছে ৫০০ টাকা নাই আছে মাত্র ২০০ টাকা। কিন্তু ২০০ টাকা না নিয়ে টাকা ফেরত দিয়ে বলেন, যান ৫০০ টাকা নিয়ে আসেন তবেই জিডি হবে।
পরে তিনি সাইকেল চালিয়ে সরাসরি চলে যান পুলিশ লাইনে পুলিশ লাইন কনস্টেবল ব্যারাকে তাঁর এক বন্ধু আছে কামাল নামের বন্ধুর সাথে দেখা করতে চাইলে গার্ড তাঁকে ভিতরে যাওয়ার পারমিশন দেয়।
তিনি পুলিশ কনস্টেবলদের ব্যারাকের তিনতলায় যান দেখতে পান সেখানে ডাইনিংয়ে কেউ খিচুড়ি, কেউ রুটি খাচ্ছেন। এক পর্যায়ে তিনিও সেখানে একটু খিচুড়ি খান এবং অনেকের সাথে আলাপ করে সেখানকার সার্বিক অবস্থা জানার চেষ্টা করেন। পরে তিনি চলে আসেন।
আমার ফেসবুক ফ্রেন্ডলিষ্টের Suvash Adhikary আইডিতে এ ধরনের একটি পোষ্ট দেখে সেটিই তুলে ধরলাম।
আমার মনে হয়েছে নবাগত এসপি মহোদয় অপরিচিত জন তাই সারপ্রাইজভাবে ছদ্মবেশে পুলিশ বিভাগের বিভিন্ন দপ্তরের হালচিত্র অবলোকন করতে পেরেছেন। অবশ্য এসব হালচাল কারও অজানা নেই। আমরা নবাগত এসপি স্যারের প্রশাসনিক কর্মতৎপরতার মাধ্যমে পুলিশ বিভাগের পরিবর্তন চাই৷ নবাগত এসপি স্যারকে সাধুবাদ জানাই।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: