মাগুরার শালিখা উপজেলার সিমাখালীতে মা ফাতেমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা আজ সকাল ১১ টায় হাসপাতাল ভবনের সামনে অনুষ্ঠিত হয়।
উক্ত শুভ উদ্বোধন ও আলোচনা সভা ৪ নং শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ঝন্টু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার এমপি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল কুমার দে, চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, সাবেক প্রিন্সিপাল পরিতোষ ঘোষ, শহীদ সিরাজউদ্দিন ডিগ্রি কলেজ, মুন্সি আবু হানিফ সদস্য জেলা পরিষদ মাগুরা, এ্যাড. সজীব আহমেদ ভাইস- চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার, কমান্ডার শালিখা উপজেলা, জেসমিন আক্তার শাবানা মহিলা ভাইস- চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ সহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যের ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেন, গ্রাম শহর হয়েছে গৃহহীন মানুষ আবাসন পেয়েছে বর্তমান সরকারের ঐক্লান্তিক প্রচেষ্টায় নানান সুবিধা পাচ্ছে সাধারণ জনগণ, সরকারের পাশাপাশি জনগণও এগিয়ে আসছে উন্নয়নে সামিল হচ্ছে যার ফলশ্রুতিতে আজ সীমাখালী বাজারে উদ্বোধন হলো মা ফাতেমা হাসপাতাল, এই অত্যাধুনিক হাসপাতালটি হওয়ার কারণে এলাকা সহ আশপাশের মানুষ সুবিধা পাবেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কে নিয়ে ফলক উন্মোচন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিল্লাল হোসেন সহ অতিথিবর্গ।
আপনার মূল্যবান মতামত দিন: