কেশবপুরের তৃষান বসু জাতীয় পর্যায়ে তৃতীয়

অলিয়ার রহমান | প্রকাশিত: ২১ মে ২০২৪ ২০:৫৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ২১ মে ২০২৪ ২০:৫৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরের তৃষান বসু দিব্য জাতীয় পর্যায়ে দেশাত্মাবোধক সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। সোমবার ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ দেশাত্মাবোধক সংগীত প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে অংশ নিয়ে সারাদেশের ভেতর তৃতীয় স্থান অধিকার করে সে। এর আগে তৃষান বসু দিব্য দেশাত্মাবোধক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে কেশবপুর উপজেলা, যশোর জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়।
তৃষান বসু দিব্য কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকার আঞ্চলিক কবি ও গীতিকার অলোক বসু বাপীর ছেলে। সে উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা অলোক বসু বাপী মধুসূদন সঙ্গীতালয়ের পরিচালক ও মা টুম্পা দে উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাত্র পাঁচ বছর বয়সে বাবা-মায়ের হাত ধরে তৃষান বসু সংগীতাঙ্গনে প্রবেশ করে। ২০১৯ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্মাবোধক সংগীতে সারাদেশের ভেতর সে দ্বিতীয় স্থান অধিকার করে। #




আপনার মূল্যবান মতামত দিন: