01/14/2026 মণিরামপুরে জাতীয় পার্টির প্রথম টার্গেট শ্যামকুড় ইউনিয়ন
মনিরামপুর প্রতিনিধি।
১৪ জানুয়ারী ২০২৬ ১৮:৩৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী এম. এ. হালিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ জানুয়ারি মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম (সরু চৌধুরী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রার্থী এম. এ. হালিম। এছাড়া উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা কৃষক পার্টির সভাপতি মঈন উদ্দীন খান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান, জাতীয় তরুণ পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু, ঢাকুরিয়া ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি আজগর আলী, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক এস. এম. বেলাল হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয় তরুণ পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক বিজয়ের লক্ষ্যে মণিরামপুর উপজেলায় জাতীয় পার্টির প্রথম টার্গেট হবে শ্যামকুড় ইউনিয়ন।
সভায় নেতৃবৃন্দ নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।