12/09/2025 মনিরামপুরে কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত
সমসাময়িক
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭
নিজস্ব প্রতিবেদক।। যশোরের মনিরামপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার,এসিল্যান্ড ও পিআইও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) মনিরামপুর প্রেসক্লাব সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইয়ারুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হক। এছাড়া মনিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।